• ঢাকা মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১
logo
এবার দৈনিক ভাতা না পাওয়ায় বিরক্ত তাসকিন-বিজয়রা
চলমান বিপিএলে বিতর্কিত একটি দলের নাম হলো দুর্বার রাজশাহী। ক্রিকেটারদের পেমেন্ট না দেওয়ায় কয়েকদিন আগেই খবরের শিরোনামে ছিল ফ্র্যাঞ্চাইজিটি। এবার সামনে এসেছে আরও একটি বিষয়। ক্রিকেটারদের নিয়মিত দৈনিক ভাতা দিতে পারছে না রাজশাহীর ম্যানেজমেন্ট। যা নিয়ে বিরক্ত ক্রিকেটাররা। চট্টগ্রাম পর্ব শেষ করে ঢাকা এসে পৌঁছেছেন রাজশাহীর ক্রিকেটাররা। কিন্তু দৈনিক ভাতা পাননি ক্রিকেটাররা। যা নিয়ে গতকাল (শুক্রবার) রাতে বিরক্তি প্রকাশ করেছেন তাসকিন-আকবররা। দলের বিশ্বস্ত একটি সূত্র আরটিভিকে এই তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, শুধু ভাতা নয় খেলোয়াড়দের পেমেন্ট এখনও পুরোপুরি দিতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি। যা নিয়ে কয়েক দিন আগেই শিরোনামে ছিল রাজশাহী। দলের ভিতরে নানা সমস্যা থাকলে মাঠের পারফরম্যান্সে কোনো ঘাটতি রাখেনি রাজশাহীর ক্রিকেটাররা। ১০ ম্যাচ খেলে ৪টি জয় তুলে নিয়েছে তারা। এতে প্লে-অফের লড়াইয়ে টিকে রয়েছে দলটি। ৬ ম্যাচ হারলেও প্রতিটি ম্যাচে লড়াই করেছেন তাসকিন-বিজয়রা। আট পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে রাজশাহী। গ্রুপ পর্বে এখনও চার ম্যাচ বাকি রয়েছে দলটির। ৪ ম্যাচে নিজেদের সেরাটা দিতে পারলে প্লে-অফ খেলার সুযোগ পেতেও পারে তারা। তবে পেমেন্ট ও নিয়মিত দৈনিক ভাতা না পাওয়ায় বারবার হতাশ হচ্ছেন ক্রিকেটাররা। দুই দিন বিরতির পর আগামীকাল থেকে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল। দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী। আগের ম্যাচেই টেবিল টপারদের হারিয়েছিলেন বিজয়-তাসকিনরা। আরটিভি/এসআর
২৫ জানুয়ারি ২০২৫, ১১:০২

পিসিআইইউ সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের দৈনিক পূর্বকোণ পরিদর্শন 
ব্যবহারিক জ্ঞান অর্জনের উদ্দেশ্যে দৈনিক পূর্বকোণ অফিস পরিদর্শন করেছে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ।  শনিবার  (২৮ ডিসেম্বর) দুপুরে বিভাগের তৃতীয় বর্ষের ৩০জন শিক্ষার্থীর প্রতিনিধি দল এই পরিদর্শনে অংশগ্রহণ করেন।  গণমাধ্যম ব্যবস্থাপনা ও সংবাদপত্রের পৃষ্ঠাসজ্জা কোর্সের ফিল্ড ওয়ার্কের অংশ হিসেবে কোর্স শিক্ষক সহকারী অধ্যাপক দিলরুবা আক্তারের তত্ত্বাবধানে এই শিক্ষামূলক পরিদর্শনের আয়োজন করা হয়।  দৈনিক পূর্বকোণের নগর সম্পাদক নওশের আলী খান এবং প্রধান প্রতিবেদক সাইফুল আলম শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে মুদ্রণ ও অনলাইন মাধ্যমে সাংবাদিকতার বহুমুখী ধারণা, বিজ্ঞাপন কৌশল, সংবাদ মাধ্যমের চ্যালেঞ্জ, পৃষ্ঠাসজ্জায় নন্দনতত্ত্ব, মালিকানা ও প্রেষণা ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।  পরবর্তীতে শিক্ষার্থীরা দৈনিক পূর্বকোণের বার্তা, বিজ্ঞাপন, অনলাইন, মফস্বল বিভাগ এবং ছাপাখানা ঘুরে দেখেন।  এই অভিজ্ঞতা সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের প্রভাষক ও সহকারী প্রক্টর তাসলিমা আক্তার ইরিন, দৈনিক পূর্বকোণের বার্তা সম্পাদক হাসনাত মোরশেদ, মহাব্যবস্থাপক মোজাম্মেল জিলানী, নিউজরুম এডিটর (অনলাইন) এহসানুল হক, নিজস্ব প্রতিবেদক সারোয়ার আহমদ, ইমরান বিন সবুর, আরাফাত বিন হাসান প্রমুখ। আরটিভি/এমকে
২৯ ডিসেম্বর ২০২৪, ০২:৩৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়